৬১ বছর বয়সী এ বিতর্কিত পাদ্রিকে টাম্পার কাছে মালবেরি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে পেট্রোল বহন এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। টেরি জোন্সকে বহনকারী পিকআপ থেকে বহু সংখ্যক পেট্রোলের বোতল ও কুরআনের কপি উদ্ধার করা হয়। লস এঞ্জেলেস টাইমসের খবরে বলা হয়, কেরোসিনে ভেজানো ২৯৯৮ খানা পবিত্র কুরানের কপি জব্ধ করা হয়।
সিরিয়া ইস্যুতে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং সিরিয়ায় মার্কিন সামরিক হামলা নিয়ে নানা জল্পনা-কলপনা চলছে তখন টেরি জোন্স পবিত্র কুরআন পোড়ানোর কর্মসূচি নেয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে টেরি ২,৯৯৮ কপি কুরআন শরীফ পোড়াতে চেয়েছিল। কিন্তু কুরআন পোড়ানো শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করে পুলিশ। তার সঙ্গে সহযোগী পাদ্রি মারভিন স্যাপকেও আটক করা হয়।
এর আগে টেরি জোন্স ২০১১ সালের ২০ মার্চ প্রথম পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়। তার প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ করতে গিয়ে শুধু আফগানিস্তানেই নিহত হয় ৩০ জন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



