শবে মেরাজ এসেছে মুসলিম বিশ্বে।
এইদিনে মহানবী (সঃ) উর্ধ্বাকাশে গমন করেছিলেন।
মহানবীর অনুসারী হিসাবে আমরা কি পারিনা---
আমাদের মর্যাদাকে সমোন্নত করতে।
দলমতের উর্ধ্বে ওঠে এক আল্লাহর এবাদত করতে।
বিভিন্ন গোষ্ঠিপ্রীতির বন্ধন মুক্ত হতে।
অন্যায় অবিচারের কাছে মাথা নত না করতে।
অশ্লীলতা বেহায়াপনা পাপ আর অপবিত্রতা মুক্ত থাকতে।
মাবাবা ভাইবোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করতে।
পরনির্ভরশীলতা ও পরমুখাপেক্ষিতা থেকে নিজেকে রক্ষা করতে।
বান্দার হককে যথাযথ মর্যাদা দিতে।
আসুন শবে মেরাজের তাৎপর্য অনুধাবন করি।
নিজেদেরকে আত্মমর্যাদার শিখরে উদ্ভাবন করি।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


