মাহে রমজানে যা করতে পারি----
খোদাভীতি অর্জন রমজানের মূল উদ্দেশ্য।
আমরা কি পারিনা--
এই রমজানে
১. ধুমপান সহ সমস্ত মাদকদ্রব্য চিরদিনের জন্য পরিত্যাগ করতে।
২. সর্বাবস্থায় সবার সাথে সদ্ব্যবহার করতে।
৩. মাবাবা ভাইবোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে।
৪. আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে।
৫. অহংকার সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে।
৬. বিবাহ বহির্ভূত সবধরনের যৌনতা পরিত্যাগ করতে।
৭. কোনভাবেই যেনো বান্দার হক নষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে।
৮.অসৎ পন্থায় ধনী হওয়ার প্রতিযোগিতা বন্ধ করতে।
৯. পাশবিকতা বর্জন করে মানবিকতা অর্জন করতে।
১০.কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে যথাসাধ্য নিয়ণ্ত্রণে রেখে
আত্মাকে পরিশুদ্ধ করতে।
আসুন না পারি আর না পারি একটু চেষ্টা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


