বাংলাদেশের স্তপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমা। এই কথা এই দেশের সকল জনগন এক কথায় এক স্বীকার করে। তার অবধান আমরা জাতি হিসাবে সারা জীবন মনে রাখব। ৭১ তার ডাকে এই দেশের লাখ লাখ মানুষ জাপিয়ে পড়েছে জীবন যুদ্ধে মুক্তির টানে। তার সেই ঐতিহাসিক ৭ ই মার্চের ভাসন মুক্তি যোদ্ধাদের করেছে গতিময়। মুক্তি যোদ্ধাদের সেই ত্যাগের কারনে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধুর সেই ৭১ এর অবধানের কথা।
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারছি না তার সেই ৭১ পরবর্তী কার্যকলাপ।
১. আলোচিত বাকশাল
২. পুত্রের অন্যায়ের বিচার না করা।
৩. সংবিদানের অনৈতিক পরিবর্তন
৪. গনত্রন্ত্র হর্তা
৫. দুর্নীতি কে সমর্থন করা
আজ এই শোকের দিনে এই পয়েন্ট গুলোকে বিস্তারিত ব্যাখ্যা করলাম না।
তাই আসুন আজ সুধুই শ্রদ্ধা ভরে স্মরণ করি বঙ্গবন্ধু কে ও বঙ্গবন্ধুর সেই ৭১ এর অবধানের কথা। সেই সাথে ৩০ লাখ শহীদের ও।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




