সকালে উঠিয়া সকলেই পেপারে চোখ বুলাইয়াছেন ধরিয়া লইলাম । এখানে সব থেক মজার খবর হইল এইটা
Click This Link
এই খবর পড়ার পর আমার মনে হল আমি যদি এই পৃথিবী ত্যাগ করিতে পারিতাম তাহলে আমার মনের জ্বালা কমিয়া আসিত ।
একজন গডফাদারকে নমিনেশন দেয়ার জন্য যোগ্য প্রার্থীকে বাদ দিল BALএর নেতারা ।
মানের তারা আইভি শামিম খেলা দেখাল পুরো জাতিকে ।
আর জনগন তাদের খেল ক্ষতম করিয়া আইভিকে জয় যুক্ত করিল ।
আর এখন পধানমন্ত্রী কি বলে শুনুন,"
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, নারায়ণগঞ্জের দুই মেয়র প্রার্থীই তাঁর কাছে এসেছিলেন। দুজনকেই তিনি সমর্থন করেছেন। তবে আইভী বিজয়ী হওয়ায় তিনি খুশি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় পার্থের নারী মেয়রের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন। তাঁকে তিনি বলেন, ‘তুমি একজন নারী মেয়র। আমার দেশেও একজন নারী মেয়র হতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। একজন বিজয়ী হয়েছে। তা ছাড়া প্রার্থী-সমর্থন নিয়ে তিনি বা দলীয় সাধারণ সম্পাদক কিছু বলেননি বলেও জানান। "
তাইলে হানিফ মিয়া কি বলল??????????????????
আর ঝাকে ঝাকে কন্দ্রীয় নেতারা না.গঞ্জ গিয়ে কি দেখাল ??????????????????
সকালে আমার মনে হইয়াছিল , আমি আর এই পিথিবিতে থাকব না । কিন্তু পারলাম না ????
কারণ তখন একটি প্রবাদ মনে পড়িল " চোরের উপর রাগ করিয়া মাটিতে ভাত ঢালিয়া খেতে নেই "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




