বর্তমান সময়ে আমার প্রিয় রাজনীতিকদের মধ্যে একজন হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর একটি কারন তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে আমার মনে হয়। (যদিও আমি বিএনপি সহ চলমান রাজনৈতিক শক্তিগুলোকে পছন্দ করি না)
কিন্তু আপনার সাম্প্রতিক মন্তব্য আমাকে হতাশ করেছে । আর তা হল : বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা জয়ের পর তার মস্তব্য "এ কৃতিত্ব সরকারের নয়। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কাজের অংশ হিসেবে হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভালো কাজ করেছে বলেই এটা সম্ভব হয়েছে।"
কিন্তু আপনি তো এটা ভাল করে জানেন, এটা সরকারের প্রচেষ্টাতে সম্ভব হয়েছে । আর পররাষ্ট্র দপ্তর তো সরকারেরই একটা অংশ বলে সকলেই জানে ।
তাহলে কি বলব আপনিও ভাল কাজের প্রসংশা করতে ভয় পান ?
এই বিষয়টা চিন্তা করুন তো, সরকার আর তার মন্ত্রণালয় আলাদা ? তা হলে পুলিশ যখন পেটাই তখন কেন সরকারের দোষ দেন ? ওটাও বলুন যে এটা সরকারের কাজ নয় স্বরাষ্ট্ঁ মন্ত্রণালয়ের কাজ। ????????????????????????????
আপনার এ নির্বোধ বক্তব্য প্রত্যাহার করা উচিত যদি আপনি বাস্তবিক শিক্ষিত হয়ে থাকেন।
আপনি আপনার সম্পের্কে মানুষের ধারনা নষ্ট করবেন না ,,,প্লিজ
ভাল থাকেবন,
আপনার একজন ভক্ত , তবে অন্ধ ভক্ত নয় .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




