
১। আত্মীয়স্বজনই মানুষকে কবরে(শ্মশানে) শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।
২। একজন ঘুষখোর ঘুষের এক লাখ টাকার মধ্যে একখানা পাঁচশত টাকার জাল নোট পেয়ে তার স্ত্রীর নিকট আক্ষেপ করে বলছেন দেশটা রসাতলে যাচ্ছে।
৩। আপনি যে কুমন্ত্রণা হেফজ করিয়েছেন তা আজ বিষবৃক্ষ রূপে জন্মে সেটা আবার বিশাল আকার ধারণ করে বটবৃক্ষে পরিণত হয়েছে। তার ফল আপনাকেই ভোগ করতে হবে। এটাই তো স্বাভাবিক। যে সাপ পুষে তার ছোবল কি অন্য মানুষ খায়?
৪। একজন মহিলা মোটর সাইকেল চালিয়ে, আরেক জন বোরকা পরে ব্যাটিং করে টক অব দ্যা কান্ট্রি! আজব দেশের আজব পাবলিক!
৫। বিজিএমইএ ভবনটি না ভেঙ্গে একটি আধুনিক সরকারি হাসপাতাল করা যেতো।
৬। মাটি ও মানুষের জন্য আজীবন গান গেয়েছেন বাউল শাহ আবদুল করিম। অতি সাধারণ জীবন যাপনকারী একজন অসাধারণ মানুষ।
৭। জ্ঞান মানুষকে বিনয়ী করে, অজ্ঞানতা মানুষকে অহংকারী বানায়! জ্ঞানের অভাবে অহংকারকে কেউ কেউ আবার ব্যক্তিত্ব মনে করে বসে আছেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


