
১। বড়লোক হওয়ার চেয়ে বড় মানুষ হওয়াই উত্তম।
২। মিষ্টির প্যাকেটের ওজন একশত গ্রাম আর এক কেজি দৈ এর হাড়ির ওজন তিনশত পঞ্চাশ গ্রাম। নয়শত গ্রাম মিষ্টি আর ছয়শত পঞ্চাশ গ্রাম দৈ, দাম দিবেন এক কেজির।
৩। কি যুগ আসছে মানুষ ইজ্জত বিক্রি করে পোলাও কোর্মা খাওয়া শুরু করেছে।
৪। মানুষের দারিদ্র্যতার মুল কারন এক শ্রেণীর মানুষ বিলাসীতার কয়েদি হয়ে যাওয়া।
৫। যে দেশের উচ্চ শ্রেণীর মানুষ বাচ্চা চুরি করে, বাচ্চা পাচার করে, সে দেশে বাচ্চা চুরি, বাচ্চা পাচার ঠেকাবে কোন শ্রেণী?
৬। মানুষের লজ্জা হলো দুইটা একটা হল চোখের লজ্জা যা আমরা চোখের পাতা দিয়ে ঢাকি, আর একটা হলো শরীরের লজ্জা যা আমরা কাপড় দিয়ে ঢাকি।
৭। হারাম অর্থ উপার্জন এবং স্বার্থ দুইটাই মানুষকে চরম অমানুষ বানিয়ে তুলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


