আমার এই পড়া প্রীতি দেখে আমার এক কানা বড়ভাই আমাকে সামু-র সাথে পরিচয় করিয়ে দিলেন। কমেন্ট করা আর লাইক মারার লোভে একটা অ্যকাউন্ট-ও খুলে ফেললাম একদিন। প্রথম প্রথম জোশশশশশশ লাগত! ঘন্টার পর ঘন্টা এইখানে কাটিয়ে দিতাম। অবশেষে ... ... ...
কি আর বলব? আমি মূর্খ-সুর্খ মানুষ - ঘটনা কিছুই বুঝিনা। প্রথম পাতা খুললেই দেখা যায় হয় কেও কাউরে ছাগু ডেকে গলার ছাল তুলে ফেলছে, নাহয়তো কাউকে রাজাকার বলে রাদ্দা মারছে। এইটা নাহয় তাও সহ্য করা যায়। যখন দেখি এই টুয়েন্টিএথ সেঞ্ছুরীতে এসে সেই পাথথর জামানার নাটক শুরু হয়েছে, তখন মনে হয় 'লাগবোনা আমার পড়া - আমারে ছাইড়া দেন ভাইসব'। একদল নব্য হুজুর কথায় কথায় আরবিতে চিরবির করে কি জানি সব বলে আবার একই বাক্যে বাংলার জঘন্নতম গাগিগালাজ পুরা রি-মিক্স স্টাইলে চালায়ে যায় - যেইসব পড়ার পর সাথে সাথে একটা হট শাওয়ার না নিলে বমি বমি ভাব কমেনা। অন্যদিকে একদল নয়া নয়া এথিস্ট গজিয়েছে যারা এথিসম-এর কিচ্ছু না বুঝে খুবি ভারী ভারী ভাব নিয়ে ক্লাশ ৪-এ পড়া লাড্ডা পোলার মত সব লজিক দেখায়। I mean, seriously???
আপনার ভাগ্য যদি খুব বেশি ভালো হয়, আর এই ৪ ক্যাটাগরির লেখার হাত থেকে বেঁচে যান - খুব বেশী খুশি হবার কিছু নেই। ব্লগে চমৎকার কিছু রিপর্টার আছেন, যারা ডেইলি হ্যাপেনিংস-গুলো নিয়ে অসাধারন কিছু ব্লগ লেখেন। কিন্তু .........
কিন্তু রে ভাই, এইসব এক্সক্ল্যুসিভ নিউজ নিয়ে একপার্টি wannabe আঁতেল ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা ইনায়ে বিনায়ে, কপি-পেস্ট মেরে, ঝাল মসলা লাগিয়ে দিনের পর দিন লেবু কচলানোর মত কচলাইতেই থাকেন। সত্যি-মিথ্যে মিলেমিশে একাকার অবস্থা ! ছাগলের ৪ নাম্বার বাচ্চার মত কম বুঝেও লম্ফ-ঝম্প দেয় ওরা সবার থেকে বেশি। এই ধরনের লোক আবার নিজেদের পোস্টের লিঙ্ক ঘন্টায় ঘন্টায় প্রথম পাতায় রিপোস্ট করে সবচেয়ে বেশি
আমরা জাতি হিসেবে খুবি ইমোশানাল। এটা যে খারাপ কিছু, সেটা বলছিনা। এই কারনেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, এই কারনেই আমরা এত ইউনিক একটা জাতি, এই কারনেই আমারা বৃষ্টি ভালোবাসি, মগ্ন হই প্রিয় কবিতায়। অবার ইপ্ল্যলসিভ হয়ে গনপিটুনিতে মানুষ মেরে ফেলি, বাস-গাড়ি-ট্রাম পুড়িয়ে ফেলি, ভেঙ্গে-চুরে তোলপাড় করি সব। তারেক মাসুদ - মাশুক মুনিরের নির্মম দূর্ঘটনার পর দেশের প্রতিটা মানুষ কেঁদেছিল, ফেইস-বুক/ব্লগে আবেগী আক্রোশে ফেটে পড়েছিল। আজকে তারা নিরাপদ সড়ক আন্দোলন মাথায় তুলে সিসি ক্যামেরা নিধন করছে। কিন্তু কতদিন থাকবে এই হাইপ? এই জন্যেই আমাদের মন্ত্রী মহদয়-গন একটার পর একটা ফালতু কথা বলেই যাবেন । কারন উনারাও জানেন যে কিছুদিন নাচানাচি করে আমরা আবার ঘরের গরু ঘরেই ফিরে যাবো, আবার সব ভুলে ভোটটিও উনাদেরই আবার দিব।
আজকাল আর সহ্য হয়না এই চরম মূর্খামি। আমরা কি শুধু একটার পর একটা পাশ দিয়ে ডিগ্রির বোঝা-ই বাড়াবো?? - শিক্ষিত হবনা কোনদিন?? তুর্কি নাচ তো কম হলোনা। Let's make something happen folks !!
জয় হোক খিস্তিমুক্ত সেন্সেবল ব্লগিং এর - সেই দিনের প্রত্যাশায় ... ... ...
আমার বেবী বিল্লি - মারা যাবার ২ মাস আগের ছবি ( মন খারাপ থাকলে বেশি বেশি মনে পড়ে বেবো-কিটির কথা)
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


