পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ
দু’একটা অবাধ কামিনীফুল, টুকে রাখে
হেমন্তের পাহারাদার
১
এবং বেদেনীর ভাষা দু’একটা অবাধ কামিনীফুল। এই যেমন ঝরে পড়লে, ভাঙা ফুলদানিও কান্নার মতো শোনায়। তুমি ভেবেছিলে: হেমন্ত পাহারা দেয়া লোকটা— তোমাকে পাখিদের ভাষা শেখাবে; সে তোমাকে শেখালো খাঁচা। শেখালো, ফেলে যাওয়া বাড়ি ভরে সারাজীবন উথলে ওঠে উঠোন। কেননা, যে ফিরে আসে,... বাকিটুকু পড়ুন
