
‘কারুপথ’
এবং আমার মনে পড়ে না জুঁইফুল…
এইসব মনে না পড়া নিয়ে বোবার ভাষার ভিতর ঢুকে পড়ে নিচু চাঁদ। তুমি আকাশ খুলে রাখো মেঘ।
হেঁটে হেঁটে সরপুঁটি জল, কাঁপে তন্দ্রাঞ্চল ঘিরে— যুবতী নক্ষত্র। কার দিকে ফিরে আছো হাওয়া?
অল্প আলো থেকে দূরে, তোমার আশ্চর্য ভূগোল থেকে খুলে আসা জুঁইফুলে:
শুকিয়ে ঘাম— শরীর এমন বিরান কারুপথ।
শুভ্র সরকার
ছবি এঁকেছেন অমিত মণ্ডল
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


