
এটা কেমন সভ্যতা?
এটা কেমন মানবিকতা?
আমি ওদের সভ্যতাকে করি ঘৃণা।
আজ কোথায় বিশ্বমানবতা
কোথায় শান্তির দূত জাতিসংঘ
আকাশে বাতাসে শুধুই আর্তনাদ
সন্তান হারানো মা, মা হারানো সন্তান
পশুদের সাথে কি আজ সমাবেত হয়েছে
জাতিসংঘ আর বিশ্ব মানবধিকার সংস্থা ?
কোথায় আজ জঙ্গীবাদ
নাকি শুধুই বাংলাদেশ আর পাকিস্তান
যাদের মুখে মুখে শতবুলি ধবংস করি জঙ্গি
আসলেই কি তাই নাকি তারাই তাদের সঙ্গী
হাজার হাজার প্রাণ অকালের ঝরে পড়ে
এদের কি নেই কোন দাম, এরা কি আসলেই পশু
তাদের দু’নয়নের পাতায়?
লাদেন ধবংস ইরাক ধবংস
হত্যা করলে তোমরা হাজার হাজার প্রাণ
এখনও কি তোমাদের মিটেনি ক্ষুধা
মিটবে বলো আর কতকালে ?
দানবের হাতে আজ মানব রক্ষার অধিকার
জেগে ওঠো বিশ্ব মুসলিম জনতা
সময় যে আর নাই।
ওরা জানোয়ার সাথে যুক্ত মানবাধিকার
নামধারী যত সব দালালের দল?
কে নিবে দগ্ধ করা এই শিশুর লাশ?
ধবংস হোক তাদের হিংস্রতা
ধংবস হোক তাদের অহমিকা
খোদার তরে করি এই প্রার্থনা।
কোথায় আজ ইসলামের শক্তিধর জনতা
কোথায় ইসলামের রাষ্ট্র
সবই আজ নরপিসাসের পাঁ চাটা কুকুর
স্বার্থের জন্য আজ তারা ভাই হয়ে ভাইয়ের বুকে
গুলি চালাতে করে সাহায্য,
তোদের কি নেই কোন দয়ামায়া
তবে কিভাবে দাবি করিস আজ তোরা মুসলিম ?
যারা ভাইয়ের রক্ত খেতে বসে থাকে অধির আগ্রহে
ফূর্তিতে মশগুলো ব্যাভিচারে
ধবংস হোক, ধবংস হোক পাঁ চাটা কুকুরের
ধবংস হোক, ধবংস হোক তোদের রাজত্ব।
উত্তরা, ঢাকা-১২৩০, রাতঃ ৯:৪০,১১০৭২০১৪।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




