জীবনটাকে খুবলে খাওয়া যাচ্ছেতাই কষ্টগুলো
টুপ করে এক পেগের মত গলায় ঢেলে
ঝাঝালো স্বাদ মুখটা জুড়ে
বাদাম ভাজায় আরাম পাবো।
এমনি আমার কষ্টগুলো পাল্টে নেবো।
নির্ভেজাল এই ভেজাল যুগের কষ্টগুলো।
এক লহমায় গলাধঃকরণ
তারপর শুধু কষ্ট বিলাস বিলাপ শেষে।
আমি আমার জীবনটাকে পাল্টে নেবো।
এবার আমি ইচ্ছেমতো নষ্ট হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


