কবিতা- ৩
কবিতার জন্য একাকী-
নিমগ্ন নির্জনতায় বসি,
কবিতার শব্দগুলো কলমের আঁচড়ে
নিরবে নিভৃতে মনের ভেতরে পুষি।
কবিতার জন্য পাহাড় অরণ্য
বনবাদাড়ে বৈরাগী সেজে ঘুরী,
দূর্গম পথে আলো আঁধারী খেলায়
অসীম সাহসে কবিতাকেই করি চুরী।
একটি কবিতার জন্য
নৈশ্যপ্রহরীর মত সারারাত জাগি,
শিমুল পলাশ জুঁই চামেলীর খোঁজে
পাথর মনটা যেন হয় অনুরাগী।
কবিতা আমার কবিতা আমার!
এই বলে স্লোগান তুলি,
কবিতাকে পেলে এক নিমিষে
জীবনের দুঃখ ভুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



