সবার আগে এই লিরিক টা পদিলাম
এ কেমন আয়নাবাজি
কে কাস্টমার কে মাঝি?
মেলে নাকো অংক কারো
যাহাই চৌদ্দ তাহাই তেরো।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
জীবন নামের এই ছবিতে
দুঃখ-সুখের নেই ফারাক।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
দিনের ভেতর রাত ঢুকে যায়
ঘোর লাগা চোখ লাগবে তাক।
জেন্টেলম্যান ফকির প্রজা
এক ইশারায় বদলে রাজা
এক পলকে হায়রে হায়
কার ভূমিকায় কে চলে যায়?
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ! (২)
অদলবদল চলে
কীভাবে হিসাব মেলে?
কে মুখ আর কে মুখোশ
কে কথা কে যে বলে?
আমরা কেন ডুবতে থাকি
ফুর্তি ভরা কাদার বাঁকে?
প্রশ্নবাণে বিদ্ধ ছবি
আঁকেরে কে আঁকে?
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
জীবন নামের এই ছবিতে দুঃখ-সুখের নেই ফারাক।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
দিনের ভেতর রাত ঢুকে যায়
আসলে এখানে কি বুঝাতে চেয়েছেন ?
আমার কাছে মনে হয়েছে এই বর্তমান সমাজের ভেলকিবাজিকেই উল্লেখ করেছেন ।
এই গান টার পরতে পরতে লুকিয়ে আছে দেশের বর্তমান সমাজের চরিত্র ।
এরকমই একটা ভিডিও পেলাম এই গান টার উপর ।
আপনারাই দেখে নিন গান টার মানে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



