
সোভিয়েত ভাংগার আগে, ক্যু'করে দেশের পর দেশে মিলিটারী সরকার গঠন করে, তাদের সাপোর্ট যোগাড় করেছে আমেরিকা; আমেরিকার ১টি ভুল ধারণা ছিলো যে, এসব দেশ আমেরিকান শিবিরে ধরে না'রাখলে, এসব দেশে "সোস্যালিজম" চলে আসবে।
২য় বিশ্বযুদ্ধের পর, সোভিয়েত যখন শক্তিশালী হয়ে উঠে, সোভি্যেত তাদের সোস্যালিজম ভাবনা এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকায় এক্সপোর্ট করতে লেগে গিয়েছিলো। আমেরিকা সোভিয়েতের এই চেষ্টা ঠেকায়েছে ক্যু করে।
সোস্যালিজম'এর সমাজ ব্যবস্হা ও অর্থনীতি বুঝতে হলে, মানুষকে শিক্ষিত হতে হয়, ক্যাপিটেলিজম মানুষের লোভের ও সামন্তবাদের এক ভালো মিশ্রণ ছিলো যা, অশিক্ষিত মানুষের স্বাভাবিক আচরণ; ইহা বুঝার জন্য একটি আচরণের দরকার ছিলো, সম্পদ দখলের আখাংকা।
২য় বিশ্বযুদ্ধের সময় ও তারপরবর্তী সময়ে বিশ্বের ৩ মহাদেশের ( এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকা ) মানুষ গড়ে খুবই কম শিক্ষিত ছিলো; ফলে, সোস্যালিজম প্রচার ছিলো কঠিন কাজ। একই সময়ে, আমেরিকান ক্যু' ছিলো খুবই সহজ কাজ: দেশের সেনাবাহিনীকে সামান্য কাশ ও দেশ দখলের সুযোগ করে দিলে, ওরা নিজেরাই উৎসাহিত হয়ে ক' করছিলো।
আমেরিকা ক্যু'করে যেসব দেশকে পুরোপুরিভাবে ধ্বংস করেছে, তার মাঝে আমরা ২ বার পড়েছি; পাকিস্তানে থাকার সময় আইয়ুব খানের ক্যু'এর ফলে পাকিস্তান ভাগাড়ে পরিণত হয়; এরপর, আমরা পাকিস্তান থেকে বের হওয়ার পর, জেনারেল জিয়াকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে আমেরিকা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



