
১৯৭৫ সালে, আমেরিকা শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায়েছিলো আমাদের নিজস্ব মিলিটারী অফিসারদের কিনে নিয়ে; এরা এত সফলতার সাথে সেটা করেছিলো যে, পুরো দোষ গিয়েছিলো "কয়েকজন বিপথগামী সেনা অফিসারের উপর"। শতকরা ১ ভাগ মানুষ আসল ব্যাপার বুঝতো; কিন্তু ৯৯ জন বেকুবকে বুঝানো সম্ভব ছিলো না। সেই ক্যু'তে মিলিটারী অফিসারদের বাহিরে, আমেরিকা মাঠ দখলের জন্য ব্যবহার করেছিলো জাসদকে; জাসদে তখন ছাত্রলীগ ব্যতিত ১৯৭১ সালের বিশ্বাসঘাতকেরাও ছিলো।
যেই কয়েকজন (২২ জনের মতো ) "বিপথগামী সেনা অফিসার শেখ হত্যায় অংশ গ্রহ করেছিলো, জিয়া তাদেরকে বিদেশে বাংলাদেশ দুতাবসে ভালো চাকুরী দেয়।
গত বছরের ক্যু'এর উচ্চিষ্ট ভোগী হিসেবে জামাত-শিবিরের জল্লাদেরা দেশের দখল পেয়েছে আমেরিকান দুতবাসের ইডিওটিক কাজের জন্য। আমেরিকা গত ৫০/৬০ বছরে বিশ্বের প্রায় ৩৭টি দেশে ক্যু ও হত্যাকান্ড ঘটায়েছে; এসব দেশ এখন মোটামুটি ফেইলড কিংবা আধা ফেইলড দেশ। আমরা এখন ফেইলড দেশ। ক্যু'কে সফল করানোর জন্য আমেরিকান দুতাবাস এবার ব্যবহার করেছিলো পাকিস্তানী ট্রেনিংপ্রাপ্ত শিবিরের জল্লাদদের; এখন নাম নিয়ে এনসিপি।
গত বছরের ক্যু'এর উদ্যোক্তা ছিলো বিশ্বাসঘাতক ও জাতীয় সুদখোর ইউনুস। ইউনুস এখনো আছে; কিন্তু সে ট্রাম্পের ভয়ে লো-প্রোফাইলে আছে। দেশের অবস্হা দেখে মনে হচ্ছে, জামাত-শিবির গৃহযুদ্ধ সৃষ্টি করছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



