
দেশ, সমাজ ও বিশ্বে কি ঘটছে, উহাকে সঠিকভাবে বুঝে, উহাতে নিজের ধারণা ও মতামত যোগ করার জন্য কিছুটা একাডেমিক রাজনৈতিক জ্ঞান ও অভিজ্ঞতার দরকার আছে। ভুয়া ও বেকুবদের পরিবেশিত ভুল সংবাদ ও গার্বেজ মতামত থেকে অনেকই নতুন গার্বেজ তৈরি করে চলেছেন।
এসব গার্বেজ পড়ে দেশের শিক্ষিত গার্বেজদের সম্পর্কে অনেক কিছু অনুধাবন করা সম্ভব; কিন্তু তাদের লিখিত গার্বেজ শুধু গার্বজ বাড়চ্ছে সোস্যাল মিডিয়ায়।
শুরু থেকে আমাদের জন্মভুমি কক্ষচ্যুত হওয়ায়, কোন কিছুই স্বাভাবিকভাবে গড়ে উঠেনি; রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি কিংবা রাজনীতিবিদ ছিলো না; শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক শিক্ষক ও ছাত্র ছিলো না; ফলে, শিক্ষার নামে যা হয়েছে উহা লিলিপুট ব্যতিত ভালো কিছু নয়।
দেশে ঘটেছে ক্যু, ক্ষমতা নিয়ে চুপ করে বসে আছে সেনাবাহিনী; এদিকে দুষ্ট নাগরিকেরা "বিপ্লব" হয়েছে বলে চেচামেছি করছে ও বিপ্লবী সরকার গঠনে মরিয়া; এসব লিলিপুটিয়ানরা কি আর বলবে, কি আর করবে?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৫ সকাল ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



