
পারশিক এলকায়ও ইসলাম প্রচারিত হয়েছিলো; ওরা মোটামুটি ছিলো অগ্নি-উপাসকদের বিবিধ ধারা; তারা আরবদের ইসলামকে পুরোপুরি গ্রহন করেনি; তারা ইসলামের কিছু কিছু অংশকে নিয়েছে, সাথে তাদের পারসিক সংস্কৃতিকে রেখে দিয়েছে: ইহাই শিয়া ধর্ম। ফলে, তারা ঠিক আরবদের মতো মুসলমান নয়, তারা অধিক শিক্ষিত, অধিক নমনীয় সংস্কৃতির মানুষ; তাদের দীর্ঘ সময়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় ছিলো, যা বেদুইনদের ছিলো না।
আজকের ইরান বাকী ৪৬টি মুসলিম দেশ থেকে আলাদা। যদি ইরানে আজকে ইসলাম না থাকতো, তারা ইসরায়েল কিবা বায়জান্টাইনদের কাছাকাছি উন্নত জাতি হিসেবে থাকতো। ইসলাম তাদেরকে কিছুটা পংগু জাতিতে পেরিণত করেছে।
ইরান মুসলমানদের মাঝে সবচেয়ে শিক্ষিত ও টেকনোলোজীক্যালী উন্নত দেশ; কিন্তু দেশটিকে শিয়াদের মোল্লারা দখল করে রাখাতে তারা এখন সমস্যায়, তাদের অস্তিত্ব বিপন্ন।
আমাদের এলাকায় বেদুইনদের ইসলাম প্রচারিত হয়েছে। ইসলামিক মোল্লারা আমাদেরকে পতনের শেষ সীমানায় নিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



