
১৯৭০ সালে জামাতের ৮ দফা ছিলো; এখন যেই ৭ দফা দিয়েছে, এগুলো ইডিওটিক, দেশের এই অবস্হায় জামাত কি মাথামুন্ড করবে?
রাজনীতিবিদ ও ইডিয়টদের মাঝে পার্থক্য হলো, ইডিয়টদের "রাজনৈতিক দাবী থাকে অন্যদের কাছে"; রাজনীতিবিদরা নিজেদের রাজনৈতিক কার্যক্রমে প্রকাশ করে, ক্ষমতায় গেলে কি করবে তা ভোটারদের জানানোর জন্য।
শেখ সাহেব আইয়ুব খানের কাছে ৬ দফা দাবী দিয়েছিলো; আইয়ুব খান রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন পাঠান জেনারেল; আইয়ুব বলেছিলো, শেখের ৬ দফা পাকিস্তানকে ভেংগে দিবে; সুতরাং, শেখের বিপক্ষে ব্যবস্হা নেয়া হবে।
জামাত যেই ৭ দফা দিয়েছে, এগুলো ইডিওটিক কথাবার্তা; এগুলো তাদের কার্যক্রমও নয়। এখন দেশের মালিক সেনাবাহিনী ও আমেরিকান দুতাবাস, ওদের কাজ ওরা করবে; ওরা ১টা সরকার গঠন করবে, ওদের লোকদের ভোটে জয়ী করায়ে।
আমেরিকার বরাবরের হিসেব ঠিক থাকলে, তারা জামাতকে ক্ষমতায় আসতে দিবে না।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৫ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



