
২য় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকেও বেশী শক্তি নিয়ে উদয় হয় ও পুর্ব ইউরোপকে নিজের দলে নিয়ে যায়; এতে আমেরিকা নিজ দলে দেশের সংখ্যা বাড়ানোর জন্য অনেক দরিদ্র দেশে সামরিক ক্যু' করায়ে দেশগুলোর সরকারগুলোকে পকেটে ভরে নেয়; এটা ছিলো আন্তর্জাতিক অপরাধ। কিন্তু আমেরিকান কুটনীতিবিদরা এইসব সামরিক ক্যু'কে এমনভাবে সাজায়েছিলো যে, এসব অশিক্ষিত দেশের লোকজন ইহাকে "মহান বিপ্লব" হিসেবে নিয়েছিলো।
আমেরিকা ১৯৫৮ সালে পাকিস্তানে ক্যু ঘটায় খুবই সাফল্যের সাথে। আইয়ুব খান পাকিস্তানের নির্বাচিত সরকার থেকে ক্ষমতা কেড়ে নেয়ার পর, পাকিস্তানের ৯০ ভাগ মানুষ ইহাকে স্বাগত জানায়; মুসলিম লীগের একাংশ ও জনতা ইহাকে "বিপ্লব" হিসেবে ঘোষণা দেয়। ভারতের রাজনীতিবিদরা পাকিস্তানের সামরিক সরকারের বিরোধীতা করে; পুরো পাকিস্তান ভারতের বিপক্ষে ক্ষুব্ধ হয়ে উঠে।
দেখেছেন, এবার আমেরিকান দুতাবাস শেখ হাসিনার সরকারকে হটায়েছে পুটিনকে আনবিক চুল্লীর জন্য পে' করাতে; কিন্তু তাদের ভাড়া- করা জল্লাদেরা ইজাকে "নতুন স্বাধীনতা" ও বিপ্লব নাম দিয়ে কিভাবে দেশ দখল করেছে? এভাবেই আমেরিকান কুটনীতিবিদরা সফল, আমাদের বেকুব জাতি হেরে গেলো।
ভারতে সামরিক ক্যু' হয়নি; কিন্তু আমাদের ব্লগারেরা ভারতকে গালি দিচ্ছে কেন শেখ হাসিনাকে সেই দেশে থাকতে দিচ্ছে! ভারত জানে যে, শেখ হাসিনাকে উৎখাত করে আমেরিকা; বাংগালীরা জানে যে, তাদের বিপ্লবে পরাজিত হয়েছে শেখ হাসিনা। আমাদের ব্লগারেরা খুব কষ্টে আছেন যে, ভারতীয়দের একাংশ কেন এখনো পায়খানা বানাতে পারেনি। ভারতে পায়খানার অভাব, কারণ ভারতে আমেরিকান ক্যু হয়নি। ভারতে আমেরিকান ক্যু হলে US AID'এর পায়খানা চালু হতো অনেক আগেই।
ভারতের মানুষ আমেরিকান পায়খানা পায়নি, বাংলাদেশীরা পেয়েছ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



