
গোপালগন্জে এনসিপি'র মিটিং'এ যা ঘটেছে, ক্রমেই তা বাংলাদেশের অনেক অংশে ঘটবে; মনে হয়, এভাবেই আওয়ামী লীগ ইহার অস্তিত্বের জানান দিবে। কিন্তু ইহা ফিরে আসার জন্য সঠিক পথ নয়। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে আরো সংগঠিত পথে, ১টি শক্তিশালী রাজনৈতি দলের মতো। গোপালগন্জে ফিরেছে লাঠি হাতে।
জল্লাদেরা লাঠি ব্যতিত রাজনীতির ভাষা বুঝে না, ইহা সত্য; তবে, স্বাধীনতার পক্ষের মানুষকে ফিরতে হবে শক্ত পজিশন নিয়ে; শক্ত পজিশনের মুল ভাষা কিন্তু রাজনৈতিক পদক্ষেপ, লাঠি নহে। রাজনৈতিক পদক্ষেপ নেয়ার জন্য দরকার জ্ঞানী নেতৃ্ত্ব, যা সাধারণ মানুষের মাঝে আশার সন্চার করবে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৫ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



