বেশ আনন্দ লাগছে যে, আজকাল পাগলাবাবারা বেশ স্মর্াট, তারা এখন ইন্টারনেট ব্যবহার করে আবার ব্লগে লেখালেখিও করে।
এতদিন জানতাম পাগলাবাবারা পাবলিকদের ধরা খাওয়ায়, কিন্তু মনে হইতেছে আপনি অরজিনাল, কারণ আপনি ধরা খাইছেন।
দয়া কারে আপনার কিছু উৎকৃষ্ট, নিকৃষ্ট, খ্যাত, অখ্যাত, বাণী দিয়ে আমাদেরকে ধন্য করবেন। জীবনে কত গুণীজনের বানী পড়েছি কিছছু হয়নি, দেখা যাক এবার আপনার বাণী দিয়ে কিছু করতে পারি কিনা।
পাগলাবাবা আপনার সম্পর্কে বেশ কিছু জানার কৌতুহূল ছিল ঃ
* আপনি কি কোন বিশেষ পোষাকে সজ্জিত, না কি জন্মদিনের পোষাকে মাশাল্লাহ ................... দিন দুনিয়ায় বিচরণ করেন।
* আপনার প্রধান খাদ্য কি? (বিড়ি, গাঞ্জা ...............)
বাবা অনেক প্যাচাল হয়ে গেল.............. আপনার মাথা বিগড়াইয়া যেতে পাড়ে, যা এখনও আছে তাও গেলে আপনার বানী মিস করব।
বাকী আলাপ পরের সাক্ষাৎে......................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




