
আজ বহু দিন পড়ে কাঙ্গালিনী সুফিয়ার কন্ঠে গাওয়া সেই গানটি ''পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে''
শুনলাম শুনে কেন যেন মনে হল বুকের দড়জায় কে যেন এসে উকি দিয়ে বার ফিরে যাচ্ছে এইত বুঝি যাওয়ার সময় হল ।

আসলে মানুষের বয়স হলে কত কিছুই না মনের ভেতরে চাপে ।
তবে চলে যাওয়ার ভাবনাই বেশি চাপে ।

কেন এমন হয় আমাদের জীবনে কেন আসা কেনই বা চলে যাওয়া এ সংসার থেকে ।

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার করে আনি
মাথার ঘাম পায়ে ফেলি
তবু দুঃখ গেলো না রে
বুড়ি হইলাম তোর কারণে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




