কুসুম্বা মসজিদ
এটি নওগাঁ জেলার কুসুম্বা নামক স্থানে অবস্থিত। ১ম মতানুসারে কুসুম্বা মসজিদ টি আনুমানিক ১৫০৩ খিঃ, ৯১০ হিজরী সনে গৌড়ের সুলতান বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহের সময় এই ঐতিহাসিক মসজিদ নির্মিত করেন। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধুসর বর্ণের মসজিদটি অবস্থিত।মসজিদটি দৈর্ঘ্যে ৫৮ফুট, প্রস্থে ৪২ফুট। মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা।





দুই সারিতে ৬টি গোলাকার গম্বুজ রয়েছে


মসজিদটির সম্মূখে ২৫.৮৩ একের আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




