
ফেসবুকে এক শ্রেণির মানুষ পাওয়া যায়, যারা হুদাই বিভিন্ন জায়গায় মন্তব্য করে আর দিনে চৌদ্দবার করে পোস্ট দেয়। একটু ঘাঁটাঘাঁটি করে দেখা যায় এরা বেশিরভাগই কম বয়সী ছেলেমেয়ে। কাজকর্ম নেই। লাইমলাইটে আসতে হুদাই পোস্ট করে। লাইক-কমেন্ট ভিক্ষা করে বেড়ায়। আমি বুঝি না এতে আসলে কী লাভ হয়? টাকা-পয়সা আসে?
ব্লগেও এ শ্রেণির উপস্থিতি আছে। এরা অবশ্য কচিকাঁচা না। বড়সড় মানুষ। এরাও দেখি বেহুদা পোস্ট করে। আর কিছু কিছু মানুষ আর কোথাও না থাকুক; ক্যাচালের পোস্টে এসে হাজিরা দিয়ে যায়।
তবে এটাও ঠিক; এরা কিন্তু পরিবেশ গরম রাখে। টোকাইদের তাও দুই পয়সা দিয়ে আনতে হয় মিটিং-মিছিলে। এরা নিঃস্বার্থভাবে দেশোদ্ধার করে যায়। এসব হাউকাউয়ে পকেটে টাকা-পয়সা না এলেও, ঘরের উনুন না জ্বললেও; এরা যে সবাইকে বিনোদন দিয়ে বেড়ায়- এজন্য বাহবা পেতেই পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


