
পাকিস্তানের বাহাওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক জায়গায় হামলা চালিয়েছে ভারত। এ হামলায় এক শিশু নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনাসদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে মধ্যরাতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, “কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবাহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের বিমানবাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।”
এই সেনা কর্মকর্তা হুমকি দিয়েছেন, তারা সঠিক সময় বুঝে হামলার জবাব দেবেন।
সূত্র: POLITICO
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ রাত ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


