গতকাল সারাটাদিন কারেন্ট গেলো ঘন্টায় ঘন্টায়, বন্ধের দিনেও শান্তি পাইলামনা । আসলে বিএনপি-জামায়াত শালারা শুরু করলো কি ??? রাইতে আড়াইটা বাজেও কিসের লোডশেডিং !! সারাটা রাইত আর ঘুমাইতে পারলামনা । যাইহোক সকালে ৬টায় ঘুমাইলাম আবার কারেন্ট গেলো আটটায়, সকালেও ঘুমাইতে পারলামনা ।
এইসব যুদ্ধাপরাধীদের জন্য এখন আমরা বিদ্যুত পাইনা, আমাদের কি দেখার কেউ নাই ?? সরকার আমাদের জন্য কতকিছু করতাছে, এই তিন বছরেই প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট বেশী বিদ্যুত উৎপাদন করছে আর সেইগুলা বিএনপি জামাতের মোল্লারা পাকিস্তান সাপ্লাই করতাছে । তোদের বিচার হবে যারা আমার এই ঘুম নষ্ট করলি, আল্লাহ করবে তোদের বিচার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




