আমি নতুন ব্লগ লিখছি, ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বাংলার জনগন যেই ভাষার জন্য জীবন বিষর্জন দিলো, সেই ভাষাকে কি আমরা জারা নিজেদেরকে তথা কথিত বাংগালি বলি তারা কি সঠিকভাবে সঠিক মুল্যায়ন করতে পেরেছি?
জদি পেরেথাকি তাহলে বাংলাদেশের সবচাইতে বড় এবং সম্মানিত স্থানে অর্থাৎ আমাদের সু্পরিম কোর্টে কেনো এখোন ও সেই বৃটিশ আমলের সিসটেম চলছে? সবকিছু কেনো এখোন ও ইংরেজিতে?
বাংলা ভাষা আমাদের মাতৃভাষার মর্যাদা পেয়েছে আজ প্রায় ৪০-৫০ বছর হয়েছে, কিনতু আসলে আমরা এখোন ও বাংলকে আমাদের দেশের প্রথম ভাষা হিসেবে সম্মান দিতে পারিনাই। যদি পারতাম তাহলে উচিৎ ছিল বাংলাদেশের আভ্যান্তরিন সকল যোগাযোগ বা চুক্তি অবষ্যই বাংলায় হতে হবে।
সুতারাং আমার মনেহয় সুধু ২১ শে ফেব্রুয়ারী উৎযাপন ই নয় এর মুল চেতনাকে ও মুল্যয়ন করা দরকার।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




