আমার এক পরিচিত সেদিন আমার কাছে ডেসটিন-২০০০ এর একটা গাছের প্রজেক্টের বেপারে বল্ল। আমার বেস ভালোই লেগেছে। সে আরো বল্ল সে নাকি ওখানথেকে প্রতি সপ্তাহে ভালো পরিমানের টাকাও ইনকাম করে। তাকে আমি জখন ইনকামের বেপারটা জানতেচাইলাম সে আমাকে তার অফিসে জেতে বল্ল।
ব্লগে কেউ কি এ বেপারে কিছু জানেন?
আমি আসোলে কনফিউসড যে কিভাবে মাত্র ৫০০০ টাকা ইনভেষ্ট কোরে সপ্তাহে এভাবে টাকা ইনকাম করাযায়?
এটা সম্ভব হলে দেশের এতো মানুষ এখন ও বেকার কেনো?
কেউ যদি এ বেপারে বিষদ জানেন তাহলে একটু জানাবেন। উপকৃত হব।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




