এগুলা আমার প্রলাপ। নিজেকেতো পাগল বলতে পারিনা, তাহলে পাগলের প্রলাপ বলতাম।
==========================================================
আঁকিয়ে আঁকান ছবি
খাচ্ছি খাবি আমি
তবু এঁকে যাই কথা দিয়ে
আমার মনের ছবি
==================
মুঠোফোনের জ্বালায়
রাতে ঘুম ভেঙে যায়
মনে হয় হায়
কেনযে কাঁধে নিলাম তোর দায়
=======================
এসেছে সংশোধনী
আমার সংবিধানে
ছিড়তে হবে প্রথম পাতা
জানিনা কি কারণে
=================
সর্বনাশা খেলায়
মেতে উঠেছি আমি
কেনযে সব ফেলে
সিগারেট শুধু টানি
===============
মগজ খেলাইয়া বুদ্ধি শানাইয়া
ফালাইলাম বকরীর লাদি
অহন মনে আমি হইতাছি
মর্ডান গাধা খুঁজতাছি এক গাধী
=======================
''সাপ্তাহিক 2000 এর ঈদ সংখ্যায় একটা গল্পে একজন কবি নতুন আরেকজন কবিকে উপদেশ দিচ্ছিলেন, এই বলে যে, হাগতে বসিয়া বেশী কোৎ পারিবে না তাইলে পুটকি বাইর হইয়া আইতে পারে। তেমনি কবিতার জন্য বেশী চাপাচাপি করিবেনা কবিতা এমনেই বারাইব। আর কবিতা লিখিতে হয় গোপনে, নিভৃতে। এজ লাইক ইউ আর মাস্টারবেটিং।''
কাল রাতে আমিও কবিতার জন্য কোৎ পারিলাম আর এই গুলা বারাইল। এখন মনে হচ্চে এই গুলা বকরীর লাদি ছাড়া আর কিছুইনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




