"কল্পকথা নয়"
কি কাজ কর ?
থাক,দরকার নেই।
তোমার ঠিকানা কি?
না,তাও দরকার নেই
তোমার মোবাইল নাম্বার কত?
থাক,সেটারও প্রয়োজন নেই।
ইমে'ল? ওটারই-বা এমন কি গুরত্ব,
যেখানে ফেসবুক আছে ।
না সব বাদ । আসলে ওসব নয়,
আমার দরকার তোমাকে ।
আমার সবকিছুই তুমি,
জীবনের এদিকটায় যা কিছু প্রয়োজন,
সব তোমাকে নিয়ে,তোমাকে ঘিরে।
চাই বেলা-অবেলায় আমার পাশে পেতে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


