ছোটবেলায় আমার সবচে' প্রিয় মানুষদের মধ্যে অন্যতম ছিলেন।
২ বছর যাবৎ দেখা নেই....১ মাস আগে উনি বাংলাদেশ-এ এসেছেন, আমি ভার্সিটি তে থাকি বলে সপ্তাহে যেদিন আমাদের বাসায় আসেন, আমাদের সাক্ষাৎ হয় না, আর আমার কথা সবাইকে জিজ্ঞাসা করে নিরাশ হয়ে ফিরে যান!
আজ ভার্সিটি বন্ধ। দুপুরে ফোন দিলাম....উনি আজ-ই ঢাকা থেকে ফরিদপুর চলে যাবেন............আমার একটা কথায়, উনি সরাসরি ফরিদপুর না গিয়ে ঘুরে আমাদের বাসায় এসে অল্প কিছুক্ষণ থেকে তারপর গেলেন! এতদিন পর দেখা...তবু, কেন যেন কথার অভাব বোধ করলাম না মোটেই!
কাঁচাপাকা চুল, সদাহাস্য, অমায়িক আচরণের জন্য খ্যাত ব্যক্তিটি বাদামী চশমার ফ্রেমে বন্দি চোখে দুষ্টুমির ঝিলিক দিয়ে বললেন: "তুমি আমার জন্মদিন-এ গিফ্ট দাও না, আর মাহীর(তার ছেলে) জন্মদিনে প্যাকেট করা গিফ্ট দিচ্ছ!"
ছোটকাকুরা বুঝি এমন-ই হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



