(আমি কারো দাস হতে চাই না বলে কাউকে দাস করে রাখি না)
ভূমি পুত্রের সাথে রাজাধিরাজের কোনো সম্পর্ক নেই
কিন্তু রাজার আছে ।
সমানুপাতিক নয়,বিপ্রতীপ নয় এক পাক্ষিক ।
জল ধার ধারে না জলদাসের
ভূমি ধার করে না ভূমিদাস থেকে
রাজা সাহেব লোপাট করে নেন
কড়ায় গন্ডায় শতকিয়ায় ।
রাজা টাজা নিয়ে কাব্য হয় না
যা কিছু হয়েছে রাজ কবিদের দিয়ে
তা তোষামদ,গুণকীর্তনের থকথকে
কোলাজ,অসভ্য সন্দর্ভ ।
আসুন,আমাদের সন্তানের নাম রাখি
ভূ মি পু ত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



