জ্যোতিমাখা চাঁদ আমাদের বাড়ি থেকে
দূরে সরে গেছে কতোকাল আগে
কতিপয় সাংসদ তাকে তুলে নিয়ে গেছে
সূর্যাস্ত আইন করে অসুখী করে ।
আমাদের যামিনী রায় অভিবাসিত,অনাচার দেখে
নরোম স্বরাষ্ট্র বিভাগ কেবল কাঁদে
তোমাদের দু:খ দেখে,অনুভব করে ।
কোনো স্মৃতি নেই তবু স্মৃতি মন্ত্রনালয় তোমার নামে
কীর্তন গায় রঙচঙা পোশাকে
অতএব প্রতারিত হই
জ্যোতিমাখা চাঁদ,সংসদ ও রাজনীতি বিভাগ
তোমাদের কাছ থেকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



