তুমি জাপানীজদের মতো শব্দ করে ভেজা নুডলস খাও আমার ভালো লাগে না
হাঁটার সময় পা ঘষে হাঁটো,কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলো,
বর্ষা এলেই সারাক্ষণ নাক টানো ভালো লাগে না ।
মহাভারতে কর্ণ তোমার প্রিয় চরিত্র,যাযাবরের দৃষ্টিপাত এখনো তোমার প্রিয়
তোমার সাথে বাসে বসলে হুট করে জানালার পাশে বসে পড়ো,বিরক্ত লাগে ।
তোমার জ্বর হয় না,মাথা ধরে না । রবীন্দ্রনাথের গানে তোমার সুর হয় না,কবিতা পাঠে বেশকিছু বর্ণের উচ্চারণে ভয়ানক ভুল করো,ছাইভস্ম যাই লেখো আমাকে প্রশংসা করতে হয়,চায়ে তিন চামচ চিনি খাও,অসহ্য ।
তোমাদের গ্রামের পুকুরের মাছ সবচেয়ে বেশী সুস্বাদু,তোমার নানা ভাষা সৈনিক ছিলেন,তোমার মা গার্হস্থ বিজ্ঞানে প্রথম শ্রেনীতে ৩য় হয়েছিলেন..সারাদিন একই গল্প অথচ তোমার এক খালু রাজাকার ছিলেন সেটা ভুলেও বলো না ।
তোমার গরমকাল ভালো লাগেনা আমার শীতকাল । আমার ছোট চুল তোমার ভালো লাগেনা । তুমি সারাক্ষণ আমার বড় বোনের উঁচু দাঁতের বদনাম করো আর আমার ম্যাচের কাঠি নিয়ে যে নিজে সারাবেলা কান চুলকাও,আমি কি কিছু বলি ?
অমুকের সাথে একদিন একটু হেসে কথা বলেছিলাম বলে আমাকে কতো কি শুনিয়েছো আর নিজে যে অমুক ভাইয়ের সাথে সারদিন ইচিকদানা বিচিকদানা করো,আমি কি কিছু বলি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



