চুপচাপ টাইপ একটা ছেলে...আমার বন্ধু সৈকতের সাথে একদিন সন্ধানীতে এল।নাম আশরাফুল ইমাম শাকিল।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের ছাত্র।
কম কথা আর নিরলস কাজের এই মানুষটা অল্প কয়েকদিনেই সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের প্রতিটি মানুষের অতি আপন হয়ে ওঠে।
স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের মোটিভেশনে নিয়ে গিয়েছিলাম বেশ কয়েকবার...অনেক সুন্দর করে মানুষকে বুঝিয়ে বলত সে।
ওষধ কালেকশনে পাঠাতাম...ঘন্টার পর ঘন্টা স্যারদের চেম্বারের বাইরে অপেক্ষা করে দরিদ্র মানুষের জন্য নিয়ে আসত ওষুধ।
সন্ধানীর কালেকশনে কারো প্রয়োজনীয় ওষুধ না থাকলে কিনে আনারও ব্যবস্থা করেছে কখনও কখনও।
রাত বিরাতে অসহায় মানুষের জরুরী রক্তের প্রয়োজনে যোগাড় করে দিতে ছুটে এসেছে হোস্টেল থেকে!
ছোট ছোট বাচ্চাদের রক্তের গ্রুপিং করানোর সময় মজার মজার গল্প বলত আর আস্তে করে ৩ ফোঁটা রক্ত বের করে নিত...বাচ্চাগুলো কাঁদত না!!!
কিভাবে মানুষকে ভুলিয়ে রাখত ও এখনও আমি বুঝিনা।
অসংখ্য মানুষের কাছে পৌছে দিয়েছে নানা ভয়ংকর রোগের ভ্যাক্সিন সন্ধানীর পক্ষ থেকে।
প্রথমবার কার্যকরী পরিষদে সে ছিল যুগ্ম ছাত্র কল্যান সম্পাদক।
অসাধারন পারফরম্যান্স ছিল তার।
পরবর্তীতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব কাঁধে পড়লে বলেছিল, "ভাই এতবড় দায়িত্ব আমাকে দিয়েন না...আমিতো ছোট মানুষ...এত বড় কাজ আমাকে দিয়ে হবেনা।"
যেখানে মানুষ বিভিন্ন জায়গায় পোস্টের জন্য মারামারি করে, সেখানে ও নিতেই চায় না!!!
পারবি ইনশাল্লাহ বলে বুঝিয়ে সুঝিয়ে দায়িত্ব দিয়ে ভেগে গিয়েছিলাম স্বার্থপরের মত।
ও কথা রেখেছিল...ঠিকমতই দায়িত্ব পালন করেছে ছেলেটা।
কয়েকদিন হয় দ্বিতীয় পেশাগত পরীক্ষা চলছিল ওদের। গত পরশুর ভাইবাটা অনেক ভাল দিয়েছিল...স্বভাবসুলভ কর্মনিষ্ঠা নিয়ে গতকাল(শুক্রবার) ও অনেকের রক্ত যোগাড় ও সরবরাহ করেছে।
সন্ধানীর অফিসের ঈদের ছুটির নোটিশটা নিজের হাতে লিখে লাগিয়েছে।
ঈদের পর আরো দুটো ভাইবা...শনিবার সিলেট থেকে ঢাকা হয়ে কুমিল্লা বাড়ির পথ ধরেছিল ও আর নাফিস।
শেরপুরের কাছে আরেকটা বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটার ধাক্কায় ট্রায় দুটুকরো হয়ে যাবার অবস্থা ইউনিক পরিবহনের বাসটার।
আমাদের শাকিল নিথর হয়ে গেল।
সারাটা বাসের একটা মাত্র হৃদয় চিরদিনের জন্য থেমে গেল...যে হৃদয় নিঃস্বার্থভাবে ভালবাসত মানুষকে।
অনেকে মারাত্মক আহত হল।
হারিয়ে গেল শুধু আমাদের শাকিল!!!
আমি তখন ফেনী থেকে ফিরছি...ভয়ংকর রাস্তার ঝাঁকুনি, কোথাও অল্পের জন্য জানে বেঁচে যাওয়া...একের পর এক ফোন...আমাদের শাকিলটা নাকি আর নেই!!!
আর কোনদিন আমার ফোনটা সে রিসিভ করে বলবে না,"ভাই আপনাদের কথা খুব মনে পড়ে...একবার সিলেট আসেন,ঘুরে যান...আমাদের দেখে যান।"
চারমাস হয় শেষ গিয়েছিলাম সিলেট।
ফেনীতে আমার বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রথমবার যেতে পারেনি বলে খুব আফসোস করছিল...বলেছি পরীক্ষা আগে...পরেরবার নেবো...গত ফেব্রুয়ারীতে ও যখন মেডিকেল ক্যাম্পে এল...সারাটাদিন ক্লান্তিহীন কাজ করল...বিদায়ের সময় আবার দাবী...এরপরেরবার না আনলেও চইলা আসমু...
আমাদের শাকিল আর কোন ফ্রি মেডিকেল ক্যাম্পে যাবে না!!
কারো জরুরী বক্তের প্রয়োজনে ছুটে আসবেনা।।
অনেক কিছুই মনে আসছে...খুব কান্না পাচ্ছে...আর লিখতে পারছি না।
দুই ড্রাইভার পালিয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টের পরপরই...আশ্রয় নিয়েছে নিশ্চয় তাদের দুই আব্বা আবুল আর শাহজাহানের কোলে।
আইন তো ওদের কিছুই করবে না!!!
ধিক্কার এইসব ইতরগুলোকে, মন্ত্রীরূপী পিশাচগুলোকে।
পুরোটা সিলেট মেডিকেল শোকে স্তব্ধ...শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী...সবাই।
শোকে মুহ্যমান পুরো সন্ধানী পরিবার।
আর বসে থাকব না...এবার নেমে এসে চিৎকার করার সময় এসেছে।
আসুন সবাই একসাথে হই, রাজনীতি-সাম্প্রদায়িকতা-বর্ন-শ্রেনী-পেশা সব ভুলে।
আমাদের শাকিল, তারেক-মিশুক আর নাম না জানা সহস্র অকালে হারিয়ে যাওয়া মানুষগুলোর কাছে দায়বদ্ধতা থেকে একসাথে হই...সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি।।
শোকে স্তব্ধ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন
ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গু এনালিস্ট কাম ইন্টারন্যাশনাল সাংবাদিক জুলকার নায়েরের মাস্টারক্লাস অবজারবেশন !

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ: দিল্লির ছায়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
একটা সত্য আজ স্পষ্ট করে বলা দরকার—
শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই।
বাংলাদেশের মাটিতে সে রাজনৈতিকভাবে পরাজিত।
কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি।
ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র... ...বাকিটুকু পড়ুন
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।