
-নেপালের রাজধানীর নাম কি ?
-নেপচুন
-অপারেশন সার্চ লাইট কি ?
-অপারেশনের সময় যে লাইট ব্যবহার করা হয় সেটাই অপারেশন সার্চ লাইট
-পীথাগোরাস কে ?
-ওপন্যাসিক
অবাক হলেও কিছু করার নেই, উত্তরগুলো জিপিএ ৫ পাওয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থীর। এটা আসলেই বেদনার বিষয় যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েও সহজ কিছু বিষয়ে তাদের জ্ঞান শূণ্যসম। বাবা,মা, সমাজের তো চাই জিপিএ ৫, সেটা তো পূরণ হয়েছে। এখন কি শিখল আর না শিখল তাতে কি আসে যায়।
কিন্তু একসময় তো এরকম ছিল না। তখন সবাই বাচ্চারা মানুষ হোক, অন্তত কিছু জানাশোনা থাকবে এটা চাইতো। তবে আজ কেন এ পরিস্থিতি ?
সৃজনশীলের নামে এক জগাখিচুড়ি শিক্ষাব্যবস্থা আমাদের উপর চাপানো হয়েছে, যা বেশিরভাগ শিক্ষকদের কাছে আজো অধরা। হাবিজাবি নানা পরীক্ষা তো আছেই। এ যেন নয় শিক্ষাব্যবস্থা, বরং পরীক্ষা ব্যবস্থা । নাহিদ সাহেব তো এখন নকলের নতুন পদ্ধতি চালু করেছেন। বুঝলেন না, প্রশ্নফাঁসের কথা বলছি আর কি।
বাচ্চাদের কোন দোষ নেই, সিস্টেমের জন্য তো ওরা দায়ী নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




