মন্তব্য ঃ প্রিয় কবি,ওই যে শেষ লাইনে বললেন,আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন, একবার চিন্তা করে দেখেন এই স্বীকার কতটা গৌরবময়।অথচ আপনিই দেশের এই সংকটময় সময়ে একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে আবিষ্কৃত কীট নিয়ে তাচ্ছিল্য করছেন!!
Nirmalendu Goon ঃ ড. বিজন শীলের আবিষ্কার
মন্তব্য ঃ তাহলে মুক্তিযোদ্ধের সকল কৃতিত্ব শুধুই মুক্তিযোদ্ধাদের, যদি কিটের কৃতিত্ব বীজন শীলের হয়ে থাকে। আপনার যুক্তিতেই বললাম।বঙ্গবন্ধু তো দেশেই ছিল না ।
Nirmalendu Goonঃ লকডাউনের জন্য কাশবনে গাজার সাপ্লাই বন্ধ , গাজা ছারা লজিক ঠিকঠাক কাজ করে না ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




