এক যে ছিল দেশ
যার ইস্যুর নাই শেষ
প্রতিদিন নতুন ইস্যু
ইস্যু যেন হলো টিস্যু
ইস্যু হলো রাজাকার
পোলাপান সব একাকার
তরুনের চাওয়া একটাই
রাজাকারের ফাসি চাই
মঞ্চে উদয় থাবা বাবা
শিবির কয় মারহাবা
পাইছি নতুন ইস্যু
রাজাকারগো হবে না কিচ্ছু
এর পর আইল হেফাজত
মঞ্চ হইলো বেইজ্জত
মঞ্চ থেকে ঘোষনা
ঢাকা ঢুকতে দিব না
কেউ মানে না কারো কথা
মতিঝিল এ লাখ জনতা
এরপর হলো ত্বকী হত্যা
রাজাকারের ফাসি খায় গোত্তা
ইসলামী ব্যাংক বন্ধ কর
সংসদে উঠে তুমুল ঝড়
ইসলামী তার অনুষ্ঠানে
বুদ্ধিবেশ্যারে কাছে টানে
একে একে হয় উন্মোচন
সুশীলদের হয় সম্মোহন
টাকার কাছে সবই মিছে
লোকে যাই বলুক পিছে
নতুন ইস্যু এলো সাভার
মুন্নিসাহার অনুভুতি কাভার
হাজার মানুষের জীবন শেষ
সরকার হীন ভাবলেশ
প্রথম আলোর তারার মেলা
রানার জীবন ঝালাপালা
অনুষ্ঠান ফর সাভার
পাবলিক বোকা আবার
জনতা আর তার ইয়ং ছেলেরা
দেখিয়ে দিল মানুষ করা
এরপর আইলো আমানপুর
ছুটল বুবুর চুদুর বুদুর
এরপর রেশমার আগমন
সরকারের সাগতম
রেডিসন এ পায় চাকরি
পাবলিক আবার হল বকরী
হেফাজতের গায়ে রং
প্রধানমন্ত্রী সাজে সং
৫ এ মে এর ঘটনা
ধামাচাপা থাকবে না
মিরর করলো গোমর ফাস
নবম ডিভিসন ঝেড়ে কাশ
ফাউল খেললে কার্ড লাল
আনলো কুমির কেটে খাল
চার সিটির নির্বাচনে
পাবলিক খালি বাশ গুনে
গুনে গুনে চার বাশ
সরকার এর লাগলো ফাস
ফাস তো আর ছোটে না
গাজীপুর ও জোটে না
লন্ডনে বিয়ার দাওয়াত
হারের আছে তিক্ত সোয়াদ
বাঘ নাসিম হইলো বিলাই
শিবির কয় ধৈরা কিলাই
হইছে কিছু ভুল ত্রুটি
মাফ করতেন এইবার যদি
নতুন ইস্যু হইলো কোটা
কে কারে মারে খোটা
ফকিন্নির পুত হয় কেউ
কেউবা করে ঘেউ ঘেউ
যেথায় হয় না মেধার বিচার
সেথায় কেমনে মাঙ্গ আচার
সুশীলরা কেন আজ চুপ
চেতনা ব্যাবসারী মারছে ডুব
কোটা নিয়ে কাটাকাটি
রাজপথে ফাটাফাটি
সার্টিফিকেট ঘাটাঘাটি
আসল নকল কান্নাকাটি
কোটা সিস্টেম করুন বন্ধ
বিচার করেন ভালো মন্দ
নাহলে মেধার মূল্যায়ন
জাতির হবে না উন্নয়ন
করোনার শাহেদ চোরা
এইবার খাইছে ধরা
আছে আরো সাব্রিনার প্রতারণা
যাকে দেখে জেগে উঠে চেতনা ।
নতুন ইস্যুর আশায় আছি
ইস্যুর আশায় আছি
বাঁচি কবে আসবে নতুন ইস্যু
ভাল্লাগেনা আমার কিচ্ছু ......
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




