![]()
তুমি কি রবীন্দ্রনাথের শিশির?
নাকি সুনীলের নীরা?
নাকি তুমি আমার
অসময়ের বিভ্রম !
কে তুমি?
কি তোমার পরিচয়?
কই তোমার বসত?
আমার হৃদয়?
আদৌ কি সম্ভব?
ভালোবাসি বলেছি কখনো? তবে
কি করে আমার হৃদয়ে বসবাস করছো?
কতোটুকু দূরত্ব? তবে বলো
কি করে সহস্র আলোকবর্ষ চকিতে পার হয়ে
আমি তোমার সামনে এসে হাঁটু গেড়ে বসি?
দূর হতেই কি তবে তোমায় ভালোবাসি?
চুম্বন ও অশ্রুজলে ভেজাতে চেয়েছিলাম কখনো?
ভালোবাসার দাবী ছিল কি শরীরে আর মনে?
শরীরকে উপেক্ষা করেও কি ভালোবাসিনি?
কে তুমি?
তুমি কি রবীন্দ্রনাথের শিশির?
নাকি সুনীলের নীরা?
নাকি তুমি আমার
অসময়ের বিভ্রম !
একজন আরমান
৩১/১০/২০১৩
সকালঃ ১১: ৪৫: ২২
উৎসর্গঃ সুনীল গঙ্গোপাধ্যায়
সাইট লিংকঃ
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


