দূরত্ব একটি সংখ্যা মাত্র
তুমি আছো আমার হৃদয়ে
আমার কপোলে আমার ঠোঁটে
সাত সমুদ্র তের নদীর ওপার থেকে
আমি তোমার স্পন্দন শুনতে পাই
কথা না বললেও
তোমার মৌনতা আমার চারপাশে
কলরব হয়ে নাচতে থাকে
তোমার অলোক স্পর্শ
আমি প্রতি পলে পলে অনুভব করি
লোকেরা বলে তুমি নাকি অবয়বহীন
সংসারের বেড়াজালে পড়ে প্রতিদিন
অসংখ্যবার আমি তোমাকে ভুলে যাই
তুমি যদি একটুও অভিমানী হতে
মহাকাশের কোথাও আমার স্থান হতো না
প্রেমেই যখন জড়ালে
চোরাগলিগুলোও একটু চিনিয়ে দাও না
অবৈধ প্রণয়ের কলঙ্ক নিয়েও
আমি তোমায় ভালোবাসতে চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



