বাংলায় ইন্টারনেটে লেখা ....শুধুমাত্র এইটুকু জেনেই আমার সামহোয়্যারে আসা.... কোনদিন লেখালেখি করব, এমন ভেবে আসা নয় । আর লিখতেও পারিনা.. যা লিখি তা সম্ভবত বাংলায় ইন্টারনেটে টাইপ করা যায় এই আনন্দেই লেখা ... কোন কিছু লেখার জন্য নয় । আমার ব্লগিং এর বয়স খুব কমও নয় আর বেশীও নয় ...ব্লগের তথ্যানুযায়ী মাত্র ১ বছর ১ মাস তবে ব্লগ পড়ার বয়স কিন্তু আরো বেশী হবে .... সে যাক ।
ব্লগে এসে যে লেখা গুলো খুজি , খুজে খুজে পড়ি , যাদের লেখা পড়ে এবং বিভিন্ন সময়ে তাদের নানা মতামতকে নিজের বলেই ভাবেছি, বলা যায় যে নিক গুলোর আমি রীতিমতন ফ্যান তাদের ব্লগের একটি প্রকশানা নিয়ে যে ভূমিকা তা আমার মতন একজন সামান্য ব্লগারকে স্রেফ কষ্টই দেয়নি এই লেখাটাও তৈরী করতে বাধ্য করেছে । কোন নাম উল্লেখ করব । শুধু এতটুকু বলব ।
ছিঃ ...
আপনারা এই নোংরামী না করলেও পারতেন ...
একজন মানুষের মাঝে ভালো -খারাপ দুটো রূপই বিদ্যমান । ভালো মানুষের কাজ সেই খারাপ রূপ গুলোকে আগলে রাখা, প্রকাশ না করা । কিন্তু ব্যক্তিস্বার্থে টান পড়লেই সবার সেই মুখোশ খুলে যায়... সেই মুখোশের অন্তরালের কর্দযতা আমার ধারণা আমার মতন অনেকেই পীড়া দিয়েছে । আপানরা নিজেদের এই কদর্য রূপ সবাইকে এভাবে না দেখালেও পারতেন । বিশেষ করে ব্যক্তিগত আক্রমণের বাহাস দেখে স্রেফ আমার কান্না পাচ্ছিল... এদেরকে আমি মুক্তবুদ্ধির অধিকারী ভেবেছি.. আর বলতে অপেক্সা রাখে না নকল নিক আর আসল নিক যে নিকেই আপনারা এমন অসভ্যতা করুন না কেন... তা স্রেফ অসভ্যতাই ।আবার ব্লগের আরো একটি সম্মিলিত উদ্যোগ নিয়েও যে নোংরামী.....
ছিঃ..
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




