আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই কীবোর্ড এবং মাউস উভয়টাই ব্যবহার করে কাজ করে থাকি। অনেক সময় মাউস নিয়ে সমস্যায় পড়তে হয় । কাজ করার সময় মাউস কাজ না করলে মাথা কতোটা খারাপ হয় সেটা একমাত্র ভুক্তভুগিরাই ভাল জানেন । তাই আজ আপনাদের এই বিড়ম্বনা থেকে বাঁচার উপায় জানাচ্ছি। এখন থেকে আপনাকে আর মাথা খারাপ করতে হবেনা এর জন্য । এখন থেকে কীবোর্ডকে আমরা মাউস হিসেবে ব্যবহার করতে পারব । তাহলে চলুন দেখি কাজটি কিভাবে করতে হবেঃ
» Start থেকে control panel এ যান
» এখান থেকে Accessibility Options এ গিয়ে Mouse ট্যাবটি সিলেক্ট করুন
» Use MouseKeys এ টিক দিয়ে Settings এ ক্লিক করুন
» Use shortcut এ টিক দিন, Use MouseKeys when NumLock is এ On অপশনটি সিলেক্ট করুন
» Ok > Apply > Ok করে কন্ট্রোল প্যানেল থেকে বেরিয়ে আসুন
» এবার Num Lock অন করুন এবং নাম্বার প্যাড দিয়ে মাউস এর মত কাজ করুন।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০২