অপেক্ষা তোমার, হাজার বছর রাত ভোর
অপেক্ষা তোমার, শনির বলয়ে চাঁদ জোর
অপেক্ষা তোমার, শুক্লপক্ষ ও আমাবস্যার
অপেক্ষা তোমার, কৃষ্ণপক্ষ ভরা জ্যোৎস্নার
অপেক্ষা তোমার, পোয়াতি চান পূর্নিমার
অপেক্ষা তোমার, শত সহস্র ঢেউ সমুদ্রের
অপেক্ষা তোমার, আলসে ধরা বৃষ্টির
অপেক্ষা তোমার, ইলশে গুড়ি বৃষ্টির
অপেক্ষা তোমার, পোয়াতি মেঘ সৃষ্টির
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




