চিত্রঃ অন্তর্জাল
গরিবি বা ফকিন্নি ও সেল করা যায়,
উহারে এনক্যাশ করা যায়।
সেই এনক্যাশমেন্টটা গরিব নিজেও সেল করতে পারে, আবার তার গরিবানারে অন্য কেউও এনক্যাশ করতে পারে।
দেশের সিংহভাগ এতিমখানা মাদ্রাসা এই পলিসিতে চলে, এটলিস্ট শুরু তো এই খান থেইকা।
আবার গরিব মানেই সৎ, ভালো, পরিশ্রমী, সহজ সরল, নিষ্পাপ, এরকম কিছু গুন অটো যোগ হয়ে যায়, এর ও ভ্যালু আছে, সামাজিক, আর্থিক ও অনার্থিক।
খেয়াল করে দেখবেন, কয়েকদিন পূর্বে গ্রেফতার হওয়া ভিক্ষুক মুরব্বিরে অনেকেই সাপোর্ট করছিল সে গরিব বইলা, যদিও তারা জানত, মুরব্বির কাজটা ফেয়ার না।
অনুন্নত বা গরিব দেশ হিসেবে গ্রিন হাউজ পলিসিতে অর্থসাহায্য পেয়ে থাকে বাংলাদেশ (সিওর না, খানিক মনে পড়ছে)।
বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণ নিয়া ও অনেকের মাঝে হতাশা কাজ করে, কেননা সে জানে, মধ্যম আয়ের দেশে উত্তরণ হলে সে আর তার গরিবিরে বেচতে পারব না।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২১