বছর পরে যখন
তোমার আমার দেখা হবে
ক্ষনিকের তরে
কি করবে তুমি?
চমকে উঠবে
নাকি মুখ ঘুড়িয়ে চলে যাবে
তোমাকে চিনতেই পারব না,
তুমি আমাকে
৫ মে ২০২৩ খ্রিঃ
আবার যখন মুখোমুখি,
তুমি আমি;
মাঝে অনেকগুলো অদৃশ্য দেয়াল
কিছু তোমার তোলা
কিছু আমার
বাকী কিছু সমাজ, রাষ্ট্র ও সভ্যতার
সে অদৃশ্য কাচের দেয়াল
ঠিক তেমন
সে প্রতিটা প্রথম দিনের মত
আসবে কি সে অনুভূতি
যার জন্য প্রেমে পড়েছি হাজারবার
তুমি আমার, আমি তোমার
তুমি আমি, অন্য কারোর
নাকি শেষ দিনটার
যে দুঃসহ অভিজ্ঞতার জন্য
আর কখনোই চাইনি
প্রেমে পরতে, ভালোবাসতে
তুমি আমার, আমি তোমার
তুমি আমি, অন্য কারোর
নাকি এভাবেই
একই শহরে, একই আকাশের নিচে
সহ-নাগরিক হয়ে
মনের ভেতর পুষে রেখে
ঘৃনা ও মায়ার বাস
রাত ১০.২০
৭ পৌষ ১৪৩০ বংগাব্দ
২২/১২/২৩ খ্রিঃ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



