প্রথম যেদিন অমি পিয়াল ভাইয়ের পোষ্টে প্রাপ্তির ছবিটি দেখলাম তখন ভেবেছি হয়ত জন্মদিনের শুভেচ্ছা জানাতে পিয়াল ভাই বোধহয় তার কোন আপনজনের এই সুন্দর হাসিমাখা ছবিটি সংযুক্ত করেছে । কিন্তু যখন ছবিটা থেকে চোখ নামিয়ে পোষ্টটা পড়তে শুরু করলাম তখন আমার সব সাজানো ভাবনাগুলো এলোমেলো হয়ে যেতে লাগল । এরপর যখন সাদিক ভাই, শ. ম. চৌধুরী, আস্ত, শর্মী , শুভ , কৌশিক, অরুপদা , কালপুরুষ ভাই, জুয়েল ভাই এরকম আরো অনেকের পোষ্ট পরলাম তখন আমার বিবেক আমাকে বলছিল যে, বলুকনা লোকে ধান্দাবাজ তাতে তোমার কি আসে যায় তুমিতো চাইতে পারো আর না দিলে নিজের যতটুকু সামথর্্য আছে তা দিয়েই নিজের মনকে কিছুটা হলেও তো শান্তনা দিতে পারবে । যদিও আমি পিয়াল ভাইয়ের পোষ্টের পর থেকেই আমার সব কাছের মানুষদের বলে রেখেছি এবং আশা করছি তারা এ মাসের বেতন পাওয়ার সাথে সাথেই আমার সাথে যোগাযোগ করবে । যদি এর আগে একটা ভাল অংক দাড়ায় তাহলে আমি পাঠিয়ে দেয়ার চেষ্টা করব ।
প্রাপ্তির জন্য যারা এই ব্লগে সামথর্্য অনুযায়ী চেষ্টা করছে সবাইকে আমার আজ খুব আপন মনে হচ্ছে । আর সেটা সম্ভব হয়েছে শুধু এই প্রাপ্তির জন্যে । আমরা যেন সবাই আজ এক হয়ে গেছি এই প্রাপ্তির মুখের হাসিটুকু ধরে রাখার জন্যে । আমার এক বসকে যখন প্রাপ্তির ব্যাপারে খুলে বললাম তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, প্রাপ্তি কি তোমার আত্মীয় ? তখন প্রাপ্তিকে আমার একান্ত আপন ভাবতে একটুও সংকোচ ছিলনা ।
আজ ভোরে ঘুম থেকে জেগে বাইরে যখন আকাশের দিকে তাকালাম তখন আকাশ ছিল কলো মেঘে ঢাকা । এর কিছুক্ষন পর যখন মেঘের ভিতর থেকে সূর্য উকি দিচ্ছিল তখন প্রাপ্তির সুন্দর হাসিটার কথা মনে পড়ে গেল । দৌড়ে গিয়ে ক্যামেরা এনে ছবিটা তুললাম শুধু প্রাপ্তির জন্য । আশা করি প্রাপ্তি একদিন বড় হয়ে যখন প্রকৃতিকে বুঝতে শিখবে তখন ছবিটা ওর খুব ভালো লাগবে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




