অামার বাসা পুরান ঢাকায়। অামরা থাকি ৬ষ্ঠ তালাতে। প্রতিটি তালায় ৩টা করে ইউনিট। কোন লিফট না থাকায় অামাদের সিড়ি বেয়ে বেয়েই উপরে উঠতে হয়।
নীতিগত কারনে অামি কাউকে ভিক্ষা দেই না, অামার অাম্মা হল ঠিক উল্টা, সে যদি ভাংতি না থাকার কারনে কখনো ভিক্ষা না দিতে পারে তাহলে সারা দিন তার অনাগত অমংগল অাশংকায় ভয়ে ভয়ে কাটে। এই জন্য অাম্মা অামাকে কখনো গেটই খুলতে দেয় না, কারন সে জানে যদি ফকির হয় তাহলে অামি গেট বন্ধ করে দিব।
যাই হোক অামি প্রায়ই সকালে বের হওয়ার সময় দেখি এক ফকির অামার গেটের বাইরে বসে অাছে। অামি কিছু কখনো কিছু বলি নাই। অাজকে সকালে বের হওয়ার সময় দেখি ফকিরটা তার পোটলা নিয়ে বসে অাছে। অামি ধমক দিয়ে বল্লাম,
"ওই এইখানে কি? ভিক্ষা তো পাইছো যাও এখন"
ফকির অামারে বলে,
"অাপনার অাম্মায় ২ টাকা দিছে, অার এই ২ ফ্লাটের মানুষ এখনো দরজাই খুলে নাই ৬ তালা উইঠা অামার ২ টাকায় পোসাইবো না"
অামিতো পুরাই থ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



