এবং অল্লাহর কাছে মমতার হেদায়েত দাবি করে। অামি কৌতুকবশত পোষ্টটিকে ষ্টিকি করার অাবেদন করি। যার কারনে ওই ব্লগার অামাকে পাকি ছাগু বলে গালি দেয়।
জানকিরান সাহেব সম্ভবত ভারতের রাজনীতির ব্যাপারে খুব চিন্তিত। সে বাংলাদেশে বসে ভারত কে নিয়ে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। যেখানে সে নিজে অন্য একটা দেশকে নিয়ে এতটা কনসার্ন যেখানে অামাকে এই গালি দেওয়া তার জন্য কতটা যৌক্তিক?
সে অামাকে কিসের ভিত্তিতে এই গালি দিল? অামি অাজ পর্যন্ত কোন পোষ্টে বা কমেন্টে জামাতে ইসলাম বা পাকিস্থানকে নিয়ে কোন কিছু লেখি নাই। অামার ধর্মমত (অামি অাস্তিক কি নাস্তিক) এখনো কোথাও প্রকাশ করি নাই। কারন অামি মনে করি অামার ধর্মমত অামার একান্ত ব্যাক্তিগত ব্যাপার। তাই তার এই পাকি ছাগু ট্যাগিং এর অর্থ অামার বোধগম্য নয়।
অামার ব্যক্তিগত অভিমত হল, অাপনারা ব্লগাররা ছাগু ট্যগিংটাকে একটা হাস্যকর বিষয় করে ফেলছেন? অাপনার মতের সাথে না মিললেই কি তাকে ছাগু ট্যাগ করতে হবে? অামি ভাই ব্লগে নতুন কিন্তু অাপনারা যারা সিনিয়র ব্লগার তারা এই ব্যাপারে কি কখনো ভাবেছেন ?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



